বছরের পুরোটা সময় আলোচনায় থাকেন পরীমনি। কারণে-অকারণে সবার উৎসাহের কেন্দ্রবিন্দু হয়েছেন ঢালিউড অভিনেত্রী। বিশেষ করে গত বছরটা ছিল তাঁর জীবনের ঘটনাবহুল বছর। মামলা-জেল-জামিন-বিয়ে-মা হওয়া—সব রকমের চড়াই-উতরাই পার করেছেন।
ফেসবুকে আজ সকাল সাড়ে ১১টা পর্যন্ত পরীমনির অনুসারীর সংখ্যা এক কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৪০৬ জন।একের পর এক ঘটনা জন্ম দেওয়া তারকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ ফলো করবে, এটাই তো স্বাভাবিক। তাই বলে এক কোটি ৫১ লাখ অনুসারী! বাংলাদেশি অন্য যেকোনো শোবিজ তারকার চেয়ে সংখ্যাটা অনেক বেশি। দেশীয় চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খানের ফেসবুক পেজের অনুসারী ৫৬ লাখ। অপু বিশ্বাসের ৮৭ লাখ, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ৫৬ লাখ, সিয়াম আহমেদের ৩৩ লাখ, শবনম বুবলীর ৩৯ লাখ। শুধু অভিনেত্রী পূর্ণিমা ও গায়ক-অভিনেতা তাহসানের অনুসারী কোটি ছুঁই ছুঁই—দুজনেরই অনুসারী ৯৭ লাখ। কোটির ঘর পেরিয়ে পরীর পরে আছেন একজনই, টিভি ব্যক্তিত্ব ও জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। তাঁর অনুসারী এখন এক কোটি তিন লাখের কোঠায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।