সম্প্রতি বলিউডে মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ হিন্দু-মুসলিম সম্পর্ক নষ্ট করাই সিনেমার মূল গল্প বলে জানিয়েছেন বলিউডের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর। তিনি আরও বলেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি সমাজের শান্তি ব্যবস্থা নষ্ট করে দেবে। হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই এই ভারতের বাসিন্দা।
দুই সম্প্রদায়েরই শান্তিতে থাকা উচিত। তাদের একে-অন্যকে প্রয়োজন, পরস্পরকে ছাড়া থাকতে পারবেন না কেউই। এখন এই সিনেমার জন্য যদি এই দুই সম্প্রদায় ভাগ হয়ে যায় তাহলে তো হচ্ছে না। এমন পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া ঠিক হচ্ছে না।
এমন সিনেমা মুক্তি দেওয়া উচিত নয়, যে সিনেমার কারণে মানুষে মানুষে ভাগ হয়ে যায়। এই সিনেমার সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞেস করা উচিত, এই সিনেমা মুক্তির পেছনে উদ্দেশ্য কী? প্রসঙ্গত, ১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের ওপর নির্যাতনের গল্পে নির্মিত আলোচিত-সমালোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী যোশি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।