বহুমুখী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তিনি সবসময় বলে এসেছেন নাচ ভালোবাসেন। কিন্তু এখন পর্যন্ত যে ধরনের চরিত্রে অভিনয় করেছেন সেখানে তার নাচের প্রতিভা দেখানোর সুযোগ হয়ে ওঠেনি। সম্প্রতি তাকে এমন কিছু করতে দেখা যাবে যেটা করতে তিনি ভালোবাসেন।
নাচ। সম্প্রতি তিনি কাজ করছেন ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমায়। যেখানে তিনি জুটি বাঁধবেন অবনীত কৌরের সঙ্গে। এ সিনেমার একটি গান ‘জগিরা সারা রা রা…’তে সহ-অভিনেত্রীর সঙ্গে তাকে নাচ করতে দেখা যাবে। তিনি কন্টেম্পরারি ডান্স ফর্ম করবেন।
নওয়াজউদ্দিনের ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে জানায়, অনেকেই হয়তো জানেন না নওয়াজ নাচ অনেক ভালোবাসেন। সালসা থেকে শুরু করে কন্টেম্পরারি সব ধরনের নাচেই নিজেকেই পারদর্শী করে তুলছেন অভিনেতা। শুটিং ও শটের ফাকে যখনই সময় পাচ্ছেন তখনই তার নাচের স্টেপ প্রস্তুত করে নিচ্ছেন।
যেহেতু তিনি নাচের সুযোগ পেযছেন, তিনি অবশ্যই দর্শকদের তার নাচ দিয়ে মুগ্ধ করবেন। ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক করবেন অবনীত কৌর। সিনেমাটি এমাজন প্রাইমে মুক্তি পাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।