আবারও স্বভাবসুলভ রসিকতায় মজেছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বুধবার রাতে ফেসবুকে সাজগোজের ছবি দিয়ে জানিয়েছেন— মাচা শোতে যাচ্ছেন নকল গহনা পরে। সেখানে রবীন্দ্রসংগীত গাইবেন বলেও জানান তিনি।
এর পরই সমালোচনার মুখে পড়েন শ্রীলেখা। নেটিজেনরা বলছেন, শ্রীলেখার এ মন্তব্য কাউকে খোঁচা দিয়ে করা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন যোগাযোগ করতেই অভিনেত্রী শ্রীলেখা বলেন, আমি কিন্তু কাউকে কিছু বলিনি, যা করেছি আর যা করব না, সেটিই ভাগ করে নিয়েছি সবার সঙ্গে।
পোস্ট পড়ে শ্রীলেখার অনুরাগীরা সমর্থন জানিয়েছেন তাকে।
এর পরই শুরু হয় বিতর্ক। নেটিজেনের একাংশের মতো দিয়েছেন, এটি কি নেহায়েত কাজের আপডেট, নাকি হাসিমুখে কাউকে খোঁচা দিলেন অভিনেত্রী।
এই বিতর্কতেই সরগরম হয়ে উঠেছে অভিনেত্রীর কমেন্ট বক্সও।
শ্রীলেখার এই পোস্ট ইন্দ্রানী হালদার, সুদীপা চট্টোপাধ্যায় অথবা দিতি প্রিয়াকে নিয়েই। কারণ কয়েক মাস আগে মাচা অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত নাম করে দ্বিজেন্দ্রগীতি গাওয়ায় বিতর্কের মুখে পড়েছিলেন ইন্দ্রানী হালদার। যদিও এর আগেও বেসুরো রবীন্দ্রসংগীত গেয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন ইন্দ্রানী। শুধু ইন্দ্রানীই নয়, অনুরাগীকে অশিক্ষিত বলায় বিতর্কের মুখে পড়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায়।
এ ছাড়া বছরখানেক আগেই এক মাচা অনুষ্ঠানে দিতি প্রিয়ার কণ্ঠে কার্তিক দাস বাউলের গান কলঙ্কিনী রাধা নিন্দার ঝড় তুলেছিল। তাই শ্রীলেখার এই ক্যাপশন, ফের যেন পুরনো বিতর্ককে নেটিজেনের মনে উসকে দিল।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।