ভারতের জনপ্রিয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। তিনি দক্ষিণী সিনেমাতেই বেশি অভিনয় করে থাকেন। তবে বলিউডের সিনেমাতেও নিজেকে উপস্থিত রেখেছেন। ব্যক্তি জীবনে অনেকবার প্রেম-বিয়ে নিয়ে আলোচনায় আসেন অ্যামি।
এবার গুঞ্জন শোনা যাচ্ছে, ব্রিটিশ এক অভিনেতার সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। সংবাদমাধ্যম গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ অভিনেতা এড ওয়েস্টউইক এর সঙ্গে গত দুই মাস ধরে চুটিয়ে প্রেম করছেন অ্যামি।
এই জুটির পরিচয় হয় সৌদি আরব রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে। এদিকে, একটি সূত্র ব্রিটিশ এক সংবাদমাধ্যমে বলেন—‘এড ও অ্যামিকে দারুণ মানিয়েছে। তারা কাজ ও ব্যক্তিগত জীবন খুব উপভোগ করছেন।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।