মাদককাণ্ডে টানা ২৮ দিন কারাভোগের পর ঘরে ফেরেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। জেলে থাকাকালে যে আতঙ্ক-ভীতি মনে গেড়ে বসেছিল, তা আজও কাটেনি শাহরুখপুত্রের। তাই ছেলের ট্রমা কাটাতে লাইফ কোচ নিয়োগ দিচ্ছেন শাহরুখ ও গৌরী খান। টাইমস অব ইন্ডিয়ার খবর, আরিয়ান খানের ট্রমা কাটাতে নিয়োগ পাচ্ছেন বলিউডের বিখ্যাত লাইফ কোচ আফরিন খান।

শাহরুখ ও গৌরী চান, জেলে থাকাকালে যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে আরিয়ানকে, তা থেকে দ্রুত বেরিয়ে আসুক তাঁদের সন্তান। আর তাই আফরিন খানকে বেছে নিয়েছেন এ তারকা দম্পতি। বি-টাউনে আরিয়ানের প্রথম লাইফ কোচ নন আফরিন।

সুপারস্টার হৃতিক রোশনের লাইফ কোচ হওয়ার পর শিরোনামে এসেছিলেন আফরিন খান। খবরে প্রকাশ, সুসানের সঙ্গে বিচ্ছেদের পর আফরিনকে নিয়োগ দিয়েছিলেন হতাশ হৃতিক। মুম্বাইয়ের আর্থার রোড জেলে চার সপ্তাহ অন্তরীণ ছিলেন স্টারকিড আরিয়ান। এখন তিনি জামিনে মুক্ত।