বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ‘মার্ডার’ সিনেমায় অভিনয় করে বিশেষ পরিচিতি পান তিনি। ‘সেক্স সিম্বল’ তকমাও পেয়েছিলেন। কিন্তু এই সিনেমার পরই সমাজে তাকে অনেক কটূ কথা শুনতে হয়েছে। এক সাক্ষাৎকারে মল্লিকা শেরাওয়াত বলেন, ‘আমি যখন মার্ডার সিনেমায় অভিনয় করেছি, আমার ঘনিষ্ঠ দৃশ্যগুলোর জন্য মানসিকভাবে হেয় করা হয়েছিল। আমাকে নষ্ট মেয়ে মনে করা হতো। আমি যে দৃশ্যগুলো করেছি এখন সেগুলো খুব নরমাল বিষয় হিসেবে দেখা হয়। মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। আমাদের সিনেমাও বদলে গেছে।’ ‘খোয়াইশ’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় পা রাখেন এই অভিনেত্রী।, এরপর ‘ওয়েলকাম’, ‘প্যায়ার কা সাইড এফেক্ট’, ‘আপ কা সুরুর’, ‘ডাবল ধামাল’সহ অনেক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া জ্যাকি চ্যানের সঙ্গে ‘মিথ’। পরবর্তী সময়ে ‘পলিটিক্স অব লাভ’, ‘টাইম রাইডার্স’র মতো আন্তর্জাতিক সিনেমায় দেখা গেছে তাকে। তিনি আরো বলেন, ‘আমার এখনো মনে হয়, ৫০ বা ৬০-এর দশকের সিনেমাগুলোকে পেছনে ফেলতে পারিনি। সেই সময় নায়িকারা অভিনয়ের জন্য অনেক ভালো চরিত্র পেতেন, কিন্তু বর্তমানে সেই সৌন্দর্যে অনেক বড় ঘাটতি দেখা যায়। অনেকদিন ধরে একটি ভালো কাজের সুযোগের অপেক্ষায় আছি।