মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে করা মামলায় তৃতীয় দফায় আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন সকালেই নাতনী পরীমণির সঙ্গে দেখা করতে আদালতে ছুটে এসেছেন শতবর্ষী নানা ও খালাতো ভাই মেহেদী। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে তারা আদালত প্রাঙ্গণে আসেন।
আদালতে কেন এসেছেন জানতে চাইলে পরীমণির নানা বলেন, ‘নাতনীর সাথে দেখা করতে এসেছি।’ এ ছাড়া তিনি আর কোনো কথা বলেননি। এ সময় পাশে বসে থাকা পরীমণির খালাতো ভাই মেহেদী বলেন, তিনি নানাকে আদালতে আনার জন্য পিরোজপুর থেকে এসেছেন। আজ সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে পরীমণিকে নিয়ে আসা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।