বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশান। ২০১৪ সালে স্ত্রী সুজান খানের সাথে ছাড়াছাড়ি হয়েছে তার। সম্প্রতি এই অভিনেতার প্রেমের গুঞ্জন চলছে অভিনেত্রী সাবা আজাদকে জড়িয়ে। এক সপ্তাহেই ২ বার হৃতিক-সাবাকে একসঙ্গে রেস্তোরাঁয় ডিনার করতে ও হাতে হাত রেখে হাঁটতে দেখা গেছে। এদিকে, অনেকে মনে করছেন হৃতিকের নতুন এই প্রেমিকা মুসলিম। কিন্তু সাবা আজাদের পুরো নাম সাবা সিং গ্রেওয়াল।

দিল্লির এক শিখ পরিবারে তার জন্ম। একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী হলেন সাবা আজাদ। তিনি ২০০৮ সালে ‘দিল কাবাডি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ২০১১ সালে ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ এবং ২০২১ সালে ‘ফিলস লাইক ইশক’ নামে আরও দুটি সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে।

বেশ কিছু শর্ট ফিল্মে অভিনয় করার পাশাপাশি থিয়েটারে পরিচালনার কাজও করেছেন। এছাড়া গানের জগতেও ভালো পরিচিতি আছে সাবার। বলিউডে পা রাখার আগেই এই অভিনেত্রী নিজের নামের পূর্বে জুড়ে দিয়েছেন ‘আজাদ’ অর্থাৎ ‘মুক্তি’। ইনস্টাগ্রামে একটি পোস্টে নিজের নামের কারণ জানিয়েছিলেন সাবা আজাদ।

 

কলমকথা/বি সুলতানা