আসন্ন শিল্পী সমিতির নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পরীমনি। কেন এই সিদ্ধান্ত তার ব্যাখ্যাও দিয়েছেন এই চিত্রনায়িকা।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করার কথা ছিল পরীমনির। তবে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার দুপুরে গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছে পরীর স্বামী শরিফুল রাজ।
রাজ বলেন, ‘শারীরিক পরিস্থিতি বিবেচনায় পরীমনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে ডাক্তার দেখানোর জন্য দ্রুত ভারত নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’
পরীমনির মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে সাইমন সাদিক গণমাধ্যমকে বলেন, ‘পরী আমাদের জানিয়েছে। আমরা ইসির সঙ্গে কথা বলব। তিনিই সিদ্ধান্ত নেবেন। যদিও মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ।’ উল্লেখ্য সাইমন পরীমনির প্যানেলে সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন আগামী ২৮ জানুয়ারি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।