![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/kk26-6.jpg)
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলার অভিযোগ গঠনের শুনানি আজ রোববার (২ জানুয়ারি) ধার্য করা হয়েছে।
পরীমনি ছাড়াও এই মামলার অন্য দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন। ঢাকার ১০নং বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে এই অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে।
এদিন অভিযোগ গঠন শুনানিতে হাজিরা দিতে সকাল সাড়ে ১০ দিকে পরীমনি আদালতে উপস্থিত হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।
তিনি বলেন, পরীমনির মামলায় রোববার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।