পর্নকাণ্ডে রাজের নাম জড়ানোর পর থেকে বলিউডে গুঞ্জন উঠে রাজ কুন্দ্রার সাথে আর সংসার করতে চান না ভারতের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। এবার সব জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই।
আজ (২২ নভেম্বর) তাদের ১২তম বিবাহবার্ষিকীতে স্বামীকে খোলা চিঠি লিখেছেন শিল্পা। চিঠিতে তিনি লেখেন, ‘এই দিনে- হ্যাঁ, আজ থেকে ১২ বছর আগে আমরা একে অপরকে একটা কথা দিয়েছিলাম। ভালো
সময়ে সঙ্গে থাকার, কঠিন সময়ে পাশে থাকার। ভালোবাসায় ভরসা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ঈশ্বরের প্রতি আস্থা রেখেছিলাম। ১২ বছর কেটে গেছে। আর দিন গুনছি না। শুভবিবাহবার্ষিকী, কুকি।’
এই লেখার সঙ্গেই বিয়ের একাধিক ছবির কোলাজ জুড়ে দিয়েছেন শিল্পা। অর্থাৎ রাজের সাথে সংসার ভাঙার গুঞ্জনকে উড়িয়ে দিলেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।