নৃশংস ভাবে খুন করা হয়েছে ইতালির ২৬ বছর বয়সী পর্ন তারকা ক্যারল ম্যালতেসি ওরফে শার্লট অ্যাঞ্জিকে। তাকে হত্যা করে মরদেহ এক মাস ফ্রিজে রাখার পর আগুনে পুড়িয়ে টুকরো টুকরো করে বস্তাবন্দী করে রাস্তার পাশে ফেলে দেয়া হয়।
ঘটনার বীভৎসতায় শিউরে উঠেছেন ইতালির লোম্বার্ডি অঞ্চলের প্যালিন গ্রামের বাসিন্দারা। ওই গ্রামেই রাস্তার ধারে উদ্ধার হয় বস্তায় ভরা টুকরো টুকরো দেহাংশ! এমন ভয়াবহ খুনে অভিযুক্ত ৪৩ বছর বয়সী ডেভিড ফন্টানা। পেশায় তিনি একজন ব্যাংককর্মী। পুলিশের কাছে আটকের পর তিনি অবশ্য নিজের দোষ স্বীকার করেছেন।
এরপর তদন্তে বেরিয়ে আসে আরও নৃশংস সব তথ্য। পুলিশকে ডেভিড জানায়, ম্মতিমূলক যৌনতার সময় মাল্টেসিকে “দুর্ঘটনাক্রমে” হত্যা করেছিলেন এবং তারপরে তাকে কেটে ১৫ খন্ড করে ফেলেছিলেন এবং দেহাবশেষ লুকিয়ে রেখেছিলেন।
যখন তিনি বুঝতে পারেন যে পুলিশ তাকে খুঁজছে তখন সে দেহটি চারটি বস্তায় ভরে পোড়া দেহাংশ ইতালির মিলানের প্রায় দুই ঘণ্টা বাইরে লম্বার্ডির একটি প্রদেশ ব্রেসিয়ার একটি পাহাড়ি রাস্তায় ফেলে দিয়ে আসে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।