দ্বিতীয়বারের মতো ৭ মার্চ সন্ধ্যা ৬টা থেকে আইসিসিবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ডস’।

পিএইচ এন্টারটেইনমেন্ট, ডিজাইনারস ডোর ও সাউথ এশিয়ান ইন্টারটেইনমেন্ট নিবেদিত এই অ্যাওয়ার্ড আয়োজনটিতে এবার পুরস্কার দেওয়া হচ্ছে চলচ্চিত্র, টিভি, মিউজিক, ড্যান্স ও সমাজের আইকনিক কিছু ব্যক্তিকে।

ফ্যাশন ডিজাইনার, প্রযোজক ও পিএইচ ইন্টারটেইনমেন্টের কর্ণধার পিয়াল হোসেন বলেন, ‘সবার প্রয়াসে এবারের আয়োজনটি পালিত করতে যাচ্ছি। আমরা শুধু শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে আমরা অনুষ্ঠানটি পালন করছি। বিভিন্ন ক্ষেত্রে যারা সমাজের উন্নয়নমূলক কাজে ভূমিকা পালন করছেন তাদেরও আমরা পুরস্কৃত করছি।

তিনি আরও বলেন, ‘সিয়াম, বিদ্যা সিনহা মিম, বাপ্পী চৌধুরী, অপু বিশ্বাস, নিরব, পরীমনি, দীঘি, জয় চৌধুরী, চয়নিকা চৌধুরী, দেবাশীষ বিশ্বাস, আফরান নিশো, জিয়াউল হক পলাশ, মেহজাবীন, কেয়া পায়েল, তপু খান, পিন্টু ঘোষ, কোনাল, সোহাগ, নাদিয়া গৌতম সাহা প্রমুখ। এ ছাড়া সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য আইকনিক দুজনকে সম্মানিত করা হচ্ছে।’

শুধু শোবিজ অঙ্গনের তারকারাই নন, সমাজের সর্বক্ষেত্রের আইকনিক ব্যক্তিত্ব এখানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করবেন। এদিন এই অনুষ্ঠানে থাকছে দেশের টপ মডেল ফ্যাশন শো, সেলিব্রেটি ডান্স ও পিন্টু ঘোষের কনসার্টের মনোমুগ্ধকর পরিবেশনা।

 

কলমকথা/ বিথী