দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের ‘পুষ্প: দ্য রাইজ’ দারুণ সাফল্য এনেছে। তার ভক্তরা ‘পুষ্পা’ স্টাইল খুব পছন্দ করেছেন। এরমধ্যে তিনি ‘পুষ্পা’ স্টাইলে জোমাটোর বিজ্ঞাপন করে ট্রলের শিকার হলেন। আল্লুকে এই বিজ্ঞাপনটিতে ‘পুষ্পা’ মেজাজে দেখা গেছে।
তবে বিজ্ঞাপন ঘিরে নেট মাধ্যমে তুমুল আলোচনা- সমালোচনা চলছে। জোমাটোর পক্ষ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে আল্লু অর্জুনকে এক ভিলেনকে মারতে। আর ভিলেন আল্লুর ঘুষি খেয়ে মাটিতে পড়ে যান। তবে এ পড়ে যাওয়াই দেখানো হয়েছে স্লো মোশনে। আর ভিলেন বলছে, ‘বানি, তুমি কি তাড়াতাড়ি আমাকে ফেলে দিতে পারো না।’
আল্লু বলছে, ‘এটা দক্ষিণের সিনেমা, এখানে এভাবেই দেখানো হয়।’ সঙ্গে সঙ্গে ভিলেন জানান, ‘কিন্তু আমার তো খিদে পেয়েছে। নিচে পড়তে পড়তে সব রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে!’ আর তখনই শুরু হয় জোমাটোর কিছু ট্যাগ লাইন। এই বিজ্ঞাপন দেখে অনেকে বলছেন, ‘পুষ্পা’ বয়কট করার কথা, কেউ আবার জোমাটো অ্যাপটি আনইনস্টল করে দেওয়ার কথাও বলেছেন ফোন থেকে। তাদের দাবি, এ বিজ্ঞাপনে জোমাটো আর আল্লু অপমান করেছেন দক্ষিণের সিনেমাকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।