ঢাকাই চলচ্চিত্রের গুণী পরিচালক মালেক আফসারী সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিওতে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা অরুনা বিশ্বাস।

ইতিমধ্যেই গত সোমবার (৭ মার্চ) রাজধানীর তেঁজগাও শিল্পাঞ্চল থানায় মালেক আফসারীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনে জিডিও করেছেন এই অভিনেত্রী। জিডি নম্বর ৩৭৮। এ প্রসঙ্গে বিস্তারিত জানতে অরুণা বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার অনুদান পাওয়া, সেন্সর বোর্ডের সদস্য হওয়া এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে সদস্য হওয়া নিয়ে যোগ্যতার প্রশ্ন তুলেছেন মালেক আফসারী। আমি কোন সারির নায়িকা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আমি মনে করি তিনি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, যা সম্পুর্ন বেআইনি। তিনি আরও বলেন, আমি মামলায় যাবো না, যদি তিনি প্রকাশ্যে এজন্য ক্ষমা চান। তিনি ভিডিও প্রচার করে আমাকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করেছেন। এজন্য তাকেও প্রকাশ্যেই এ ব্যাপারটি সমাধা করতে হবে। তিনি যদি একজন শিল্পীকে সম্মান দিতে না জানেন, তাহলে তিনি নিজে কিভাবে সম্মান পাবেন।