বলিউড সিনেমার দুই অ্যাকশন তারকা অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। এবার তারা একসঙ্গে আলী আব্বাস জাফর পরিচালিত ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’র রিমেকে অভিনয় করতে যাচ্ছেন।

১৯৯৮ সালে মুক্তি পাওয়া বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন এবং গোবিন্দ ছিলেন এই সিনেমার মূল অভিনেতা। তাদের কমেডি ধাঁচের কারণে সিনামটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বক্স অফিসের এই সুপারহিট সিনেমায় আরও ছিলেন রাভিনা ট্যান্ডন।

ভারতের সংবাদমাধ্যমে জানানো হয়, দেশটির পূজা এন্টারটেইনমেন্ট নামে প্রোডাকশন হাউস থেকে রোববার (৬ ফেব্রুয়ারি) এ সিনেমা নিয়ে অফিসিয়ালি ঘোষণা দেওয়া হবে। প্রথমবারের মতো অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ -এর বিগ ধামাকার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে। পরিচালক এরইমধ্যে সিনেমাটি নিয়ে বেশ আশায় আছেন।

 

কলমকথা/বি সুলতানা