বলিউডের জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট। ‘গাঙ্গুবাই’ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা কুড়াচ্ছেন তিনি। এস রাজামৌলি পরিচালিত তেলেগু ভাষার আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’ অভিনয় করেছেন তিনি।

শোনা যাচ্ছে, এবার প্রথমবারের মতো তামিল সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তুমুল জনপ্রিয় এই অভিনেতা। আর এই সিনেমায় আলিয়ার সঙ্গে জুটি বাঁধবেন দক্ষিণী সিনেমার মেগাস্টার মহেশ বাবু। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ‘ট্রিপল আর’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। স্বল্প সময়ের এই চরিত্রে পারফর্ম করে পরিচালক রাজামৌলির মন জয় করেছেন তিনি।

তাই আলিয়াকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন রাজামৌলি। এ সিনেমার সংশ্লিষ্টরা মনে করছেন, সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য আলিয়া ভাটই উপযুক্ত। মহেশ বাবুর সঙ্গে আলিয়ার জুটি বেশ দারুণ হবে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। খুব শিগগিরই ঘোষণা দেবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

 

কলমকথা/সাথী