প্রথমবার মত বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাস অভিনয় করছেন। নির্মাতা নাগ অশ্বিনের পরিচালনায় এই দুই তারকা কাজ করছেন নতুন সিনেমা ‘প্রজেক্ট কে’তে। এদিকে প্রথমদিনের একসঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন এই দুই তারকা।
প্রথম কাজ ও প্রথম দিনটা দু’জনই বেশ আনন্দে কাটিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। যার অনুভূতি তারা জানিয়েছেন সামাজিক মাধ্যমে। একে অপরকে প্রশংসায়ও ভাসিয়েছেন। প্রভাসের সঙ্গে প্রথম শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে টুইটারে অমিতাভ বচ্চন লেখেন, ‘প্রথম দিন…প্রথম শট…প্রথম সিনেমা ‘বাহুবলী’র প্রভাসের সঙ্গে।
তার প্রতিভার আঁচ পেয়ে এবং একসঙ্গে কাজ করে যারপরনাই সম্মানিত বোধ করছি আমি।’ আর অমিতাভের ছবি পোস্ট করে প্রভাস লেখেন, ‘কিংবদন্তি অমিতাভ বচ্চনের সঙ্গে ‘প্রজেক্ট কে’ সিনেমার প্রথম শট দিলাম। এককথায়, আমার জন্য যা স্বপ্ন পূরণ!’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।