মোশাররফ করিমের সঙ্গে এই প্রথম অভিনয় করেছেন তানজিন তিশা। আর প্রথম জুটিতেই রেকর্ড। ঈদুল ফিতরের রাতে এনটিভিতে প্রচারিত হয় মোশাররফ করিম ও তানজিন তিশা অভিনীত ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকটি। তখন ততটা সাড়া না পড়লেও ইউটিউবে প্রকাশের পরই দর্শকপ্রিয়তায় শীর্ষে চলে আসে।
২৭ মে দুপুরে জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় নাটকটি। ১০ লাখ বা ১ মিলিয়ন বার দেখা হয় মাত্র ১১ ঘণ্টার মধ্যেই, যা একটি রেকর্ড। আর দুই দিনের মধ্যে দেখা হয় প্রায় ২৫ লাখ বার।
সাগর জাহানের পরিচালনায় ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকটিতে মোশাররফ করিম ও তানজিন তিশা ছাড়াও অভিনয় করেন শিল্পী সরকার অপু, মাসুদ হারুন প্রমুখ। আর গল্প লিখেছেন কাজী শাহিদুল ইসলাম। ইউটিউবে এত অল্প সময়ে রেকর্ড ভিউর বিষয়ে পরিচালক সাগর জাহান অনেকটা বিস্মিত। তিনি বলেন, এত স্বল্প সময়ে একটি সুস্থ ধারার নাটক দর্শক এত আগ্রহ নিয়ে দেখেছেন, আলাপ করেছেন, প্রশংসা করেছেন, এটি আমার জন্য খুবই প্রশান্তির ব্যাপার।
অভিনেতা মোশাররফ করিম বলেন, এই নাটকটির গল্প ভালো, টানটান উত্তেজনা আছে, পরিচালকের গল্প বলার ধরনও ভালো। সব মিলে দর্শক একটা ভালো প্যাকেজ পেয়েছেন। সে কারণেই দর্শক আগ্রহ বেড়েই চলেছে।
অন্যদিকে রোমাঞ্চিত তিশা বললেন, দর্শক ভিউয়ের দিক থেকে এটি বাংলা নাটকের ইতিহাস বলে মনে হচ্ছে, গর্ব হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।