পাঁচ শতাধিক ভিডিওতে মডেল হওয়া বগুড়ার ডিশ ব্যবসায়ীর আশরাফুল আলম এখন বিখ্যাত হিরো আলম। তিনি এখন সিনেমারও নায়ক। যখন যা করেন তা নিয়েই আলোচনা হয়। ভাইরাল হয় তার কৌতুক, গান। সিনেমা, মিউজিক ভিডিও, রাজনীতি কিংবা দৈনন্দিন জীবনের নানা ঘটনা, কোথায় নেই হিরো আলম।

থাকেন নিয়মিতই আলোচনা ও বিতর্কে। কিন্তু এসব কটাক্ষ বা ট্রোলকে তেমন একটা পাত্তা দেন না হিরো আলম। আর তাই তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ছাড়িয়ে সারা দুনিয়ায়। এবার আসন্ন চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে দাঁড়াচ্ছেন হিরো আলম। মূলত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে গিয়ে অপমানিত হওয়াকে কেন্দ্র করে এবার নিজেই নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি। বিষয়টি হিরো আলম নিজেই নিশ্চিত করেছেন।

হিরো আলম বলেন, আমার কাছের কয়েকজন আমাকে পরামর্শ দিয়েছিল, অপেক্ষা করো অপমানের জবাব দেওয়ার সময় আসবে। এই অপমানের প্রতিবাদের জন্য এবার প্রযোজন সমিতির নির্বাচনে সদস্য পদে নির্বাচন করবো। আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রকে আমি ভালোবাসি। আমার ইচ্ছে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবো। আমি সব সময় বিশ্বাস করি স্বাধীন থাকলে অনেক ভালো কাজ করা যায়।