অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় নাম লিখিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। তবে হুট করেই প্রযোজনা থেকে সরে দাঁড়ালেন এই তারকা। শনিবার (১৯ মার্চ) ইনস্টাগ্রামে নিজের মালিকানাধীন ক্লিন স্লেট ফিল্মস নামের প্রযোজনা সংস্থা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন আনুশকা।
একই সঙ্গে জানান, এখন থেকে প্রযোজনা সংস্থাটির দায়িত্বে থাকবেন তার ভাই কর্নেশ শর্মা। আনুশকা লেখেন, ‘আমি এখন এক সন্তানের মা। অভিনয়টা আমার প্রথম প্রেম। তাই এখন অভিনয়ের সঙ্গেই যুক্ত থাকতে চাই। সে কারণেই এই প্রযোজনা সংস্থা থেকে সরে এলাম।
এখন থেকে এর দায়িত্ব থাকছেন আমার ভাই কর্নেশ।’ ২০১৩ সালে অনুশকা ও তার ভাই কর্নেশের হাত ধরে যাত্রা শুরু করে ক্লিন স্লেট ফিল্মস। ‘এনএইচ১০’, ‘পরী’, নেটফ্লিক্সে ‘বুলবুল’ এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে ‘পাতাললোক’-এর মতো বেশ কিছু আলোচিত কাজ উপহার দিয়েছে সংস্থাটি। প্রতিষ্ঠানটি থেকে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মাই’ এবং নেটফ্লিক্স ফিল্ম ‘কোয়ালা’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।