এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে বেশ কিছু নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন। যে কারণে সাবিলা নূর আগের তুলনায় অভিনয়ে অনেক বেশি ব্যস্ত এখন। গত বৃহস্পতিবার থেকে তিনি মহিদুল মহিমের পরিচালনায় ‘প্রিয়জন’ নাটকের শুটিং শুরু করেছেন। এতে তার বিপরীতে আছেন অপূর্ব।

রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের একটি নতুন শুটিং হাউসে খণ্ড এ নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে সাবিলা নূর বলেন, অপূর্ব ভাইয়া তিন মাস দেশের বাইরে থাকার কারণে তার সঙ্গে নতুন কোনো কাজ করা হয়নি। আমার সঙ্গেই নতুন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার আবারো অভিনয়ে ফেরা হলো। প্রিয়জন নাটকটির গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমরা সবসময়ই একটি গল্পকে যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করি। অপূর্ব ভাইয়া ভীষণ সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। তার সঙ্গে কাজ করলে অনেক কিছুই শেখা যায়।

মহিদুল মহিম জানান, আগামী ঈদে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এদিকে সাবিলা নূর ও অপূর্ব অভিনীত বিউ ইউ শুভ পরিচালিত ‘মিস্টার নার্ভাস’নাটকটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

 

 

কলমকথা/ বিথী