বলিউডে তারকাদের পাশাপাশি তাদের সন্তানদের নিয়েও আলোচনা হয়ে থাকে। তেমনি একজন নব্য নাভেলি নন্দা। তার সবচেয়ে বড় পরিচয় তিনি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতনি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেতা সিদ্ধান্ত চতুবের্দীর সঙ্গে প্রেম করছেন নব্য। অনেকদিন ধরেই ডুবে ডুবে জল খাচ্ছেন তারা। তাদের এই সম্পর্ক নাকি বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে এই জুটি।
যদিও নব্যকে নিয়ে প্রেমের গুঞ্জন মোটেও নতুন নয়। এর আগে অভিনেতা জাভেদ জাফরির ছেলে মিজান জাফরির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। এ নিয়ে নব্য কোনো মন্তব্য না করলেও তারা শুধুই বন্ধু বলে জানিয়েছেন মিজান।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম বেশ সক্রিয়া অমিতাভ বচ্চনের নাতনি নব্য। তবে সিদ্ধান্ত চতুবের্দীর সঙ্গে কখনো কোনো ছবি পোস্ট করেননি তিনি। এছাড়া দু’জনই তাদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন।
ফিল্মি ব্যাকগ্রাউন্ড হলেও বলিউড নিয়ে নব্যর কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ফোরডাম বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে ‘আরা’ নামে একটি স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছেন নব্য।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।