বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট বলেছেন, প্রেমের বিষয়টিতে লুকানোর কিছু নেই। আমি একটি সম্পর্কে রয়েছি আর রণবীরের সঙ্গে এবং খুব ভালো আছি। ওকে খুব ভালোবাসি আমি। ও একটু প্লেবয় ছিল, তারপরও প্রেমিক তো। ওর প্রতি আমার ভালোবাসা আছে বলেই এতো বছর ধরে আমরা সম্পর্কে রয়েছি। এদিকে, করোনা বাধা হয়ে না দাঁড়ালে রণবীর-আলিয়া সঙ্গে সাত পাক ঘুরতেন ২০২০ সালেই।

কিন্তু করোনার কারণে তাদের বিয়ের সানাই বাজার অপেক্ষা যেন শেষ হচ্ছে না। তবে আলিয়া এ বিষয়ে খুব একটা দুঃখিত নন। এই অভিনেত্রীর মতে, সবকিছুর নেপথ‍্যেই কোনও একটা কারণ থাকে। তাই তারা যখনই বিয়ে করুন না কেন সেটা খুব সুন্দরভাবে হবে বলে মনে করেন তিনি।

 

কলমকথা/ বিসুলতানা