বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া সারোগেসির মাধ্যমে সম্প্রতি কন্যাসন্তানের মা হয়েছেন। একদিকে যেমন খুশির খবর অন্যদিকে কারো জন্য দুশ্চিন্তা। এই দুশ্চিন্তায় পড়াদের মধ্যে রয়েছেন যোজক জুটি ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি। কারণ, ফারহান-রীতেশের আগামী ছবি ‘জি লে জারা’ থেকে প্রিয়াঙ্কা সরে দাঁড়াতে চান বলে গুঞ্জন রয়েছে।

জনপ্রিয় সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র ধাঁচে এ বার তিন বান্ধবীর রোড-ট্রিপের কাহিনি ‘জি লে জরা’ নিয়ে আসার কথা ছিল ফারহান-রীতেশ জুটির। ছবিতে তিন মুখ্য চরিত্রে বাছাই করা হয়েছিল আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কাকে। তবে শোনা যাচ্ছে, আপাতত মেয়েকেই সবচেয়ে বেশি সময় দিতে চাইছেন ‘পিগি চপস’।

সে কারণেই নাকি তিনি এই ছবিটি ছাড়তে চাইছেন। ইতোমধ্যেই নাকি ফারহান ও রীতেশকে তার বদলে অন্য অভিনেত্রী খুঁজে নেওয়ার আর্জিও জানিয়েছেন প্রিয়াঙ্কা। আবার ফারহান-রীতেশই এ সিনেমাতে প্রিয়াঙ্কাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেনও বলেও খবর রটেছে। তাদের আশঙ্কা, মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে শ্যুটে হয়তো ঠিক মতো সময় দিতে পারবেন না ‘পি সি’।

 

কলমকথা/বি সুলতানা