বিনোদন প্রতিবেদক:টিভি নাটকের বাইরে একটি সিনেমায় অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। শাহনেওয়াজ কাকলীর ‘ফ্রম বাংলাদেশ’- শিরোনামের ছবিতে দেখা যাবে তাকে। এরই মধ্যে এ ছবির শুটিং-ডাবিং শেষ করেছেন তিনি। করোনার কারণে ছবিটির কাজ অনকেটা ধীরগতিতে শেষ হচ্ছে। তবে আশার কথা হলো চলতি বছরের শেষে কিংবা নতুন বছরে ছবিটি মুক্তির পরিকল্পনা হচ্ছে বলে জানান অভিনেত্রী। তার ভাষ্য- ১৯৭১ সালের প্রেক্ষাপটে একটি বনেদি হিন্দু পরিবারের ওপর সিনেমাটির গল্প। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। খুব যত্ন নিয়ে এর শুটিং হয়েছে।
দর্শক ছবিটি দেখলে নিরাশ হবেন না। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এদিকে, ওটিটি প্ল্যাটফরমে কাজের বিষয়েও অভিনেত্রী প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। তিনি গণমাধ্যবমকে বলেন, ‘ওটিটির জন্য কয়েকটি কাজের কথা হয়েছে। এখনো কোনোটি চূড়ান্ত করিনি। কাজ শুরু হলে সবাইকে জানাবো।’ টিভি নাটকেও বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ‘একশ’তে ১০০’, ‘হ্যামিলনের বাঁশিওয়ালা, ‘হুলস্থুল’, ‘শান্তি মলম দশ টাকা’ ও ‘পরাধীন’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। ব্যস্ততা প্রসঙ্গে এই গ্ল্যামারকন্যা বলেন, ধারাবাহিক নাটকের পাশাপাশি ভালো গল্প ও চরিত্র পেলে খণ্ড নাটকেও কাজ করবো। টিভি নাটক নিয়ে অনেকে নানা মন্তব্য করে থাকেন। তবে আমি মনে করি, এখানেও ভালো কাজ হচ্ছে। হয়তো বিভিন্ন কারণে সেটি অনেকের চোখে পড়ছে না।