মাস্ক না পরে বইমেলায় ঘোরাফেরার দায়ে গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) মডেল-অভিনেত্রী নাজিফা তুষিকে ২০০ টাকা অর্থদণ্ড দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ছড়িয়ে পড়লে গণমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানান এই অভিনেত্রী। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দণ্ড দেয়ার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্ক করতে দেখা যায় তাকে। এ সময় ঘটনাস্থলে কর্তব্যরত টিভি সাংবাদিকরা ভিডিও ধারণ করলে উত্তেজিত হয়ে এই অভিনেত্রী। এসময় ম্যাজিস্ট্রেটের কাছে তিনি জানতে চান, তাকে জনপরিসরে কেন ‘হেনস্তা’ করা হচ্ছে? এদিকে, ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার বলেন, ‘এটা একটি আদালত পরিচালনা হচ্ছে, এটা কোনো শুটিং নয়।
আপনি স্বাস্থ্যবিধি মানছেন কি-না, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা দেখছি। আপনাকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ২০০ টাকা অর্থদণ্ড দিচ্ছি’। পরে মনীষা রানী কর্মকার বলেন, ‘মাস্ক না পরার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে দণ্ড মেনে নিয়েছেন। তবে ঘটনার ভিডিও ধারণ করতে থাকায় তিনি উত্তেজিত হয়ে তর্কে জড়ান’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।