বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২ তম জন্মদিন কেক কেটে পালন করেছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ঢাকার অদূরে সাভারে নিজের শুটিং বাড়িতে বিশেষ এই দিনটিকে স্মরণ করে আয়োজন করেছিলেন অভিনেতা।
ডিপজল জানান, আমার শুটিং বাড়িতে বঙ্গবন্ধুর জন্মদিনে নিজের তরফ থেকে এই আয়োজন করেছিলেন। কেক কাটা ও স্বল্প আলোচনার মাধ্যমে এই মহান নেতাকে স্মরণ এবং জন্মদিন পালন করেছেন তিনি।
মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশের নাম দিয়েছেন। তার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তিনি বাঙালি জাতির পিতা, তার জন্ম না হলে আজ বাংলাদেশের জন্ম হতো না। তার প্রতি গোটা বাংলাদেশ কৃতজ্ঞ। তাই আজকের এই মহান নেতার জন্মদিনে তাঁকে স্মরণ করেছি, তাঁর জন্মদিন পালন করেছি, তার জন্য দোয়া করেছি। ’
রাজধানীর বিএফডিসিতে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। নায়ক আলমগীরের নেতৃত্বে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আয়োজনে দিনভর চলছে জন্মদিন পালন।
বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় সকাল ১০টায় কোরআন খতম দেওয়া হয়। এরপর দুপুর ১২টার দিকে এফডিসিতে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯ সংগঠনের নেতাকর্মীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।