বলিউডে অভিনেতাদের সাথে সাথে অভিনেত্রীরাও ধন-সম্পদ অর্জনের ক্ষেত্রে এগিয়ে আছেন। বলিউডে অভিনেত্রীদের মধ্যে ধন-সম্পদ অর্জনে এক নম্বরে আছেন অমিতাভ বচ্চনের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সেলিব্রেটিদের স্থাবর-অস্থাবর সম্পত্তির দেয়া হিসেব অনুযায়ী একসময়ের মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়ার মোট সম্পদের পরিমাণ ১০০ মিলিয়ন ডলার। বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎপাদনের তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এছাড়াও আছে নিজস্ব ব্যবসা। দ্বিতীয় স্থানে আছেন হলিউড অভিনেতা নিক জোনাসের স্ত্রী বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি এখন হলিউডেও অভিনয় করেন। সম্প্রতি নিউইয়র্কে সোনা নামের একটি বিলাসবহুল রেঁস্তোরা খুলেছেন তিনি। প্রিয়াঙ্কার মোট সম্পদের পরিমাণ ৭০ মিলিয়ন ডলার। তৃতীয় স্থান পেয়েছেন সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুর খান। পতৌদি নবাবের স্ত্রীর ৬০ মিলিয়ন ডলারের সম্পদ আছে। পনেরোটি দেশি-বিদেশী পণ্যের মডেল তিনি। চতুর্থ স্থানে থাকা ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার সম্পদের পরিমাণ ৪৬ মিলিয়ন ডলার। নিজে ভাইয়ের সঙ্গে একটি প্রোডাকশন হাউস খুলেছেন। আছে ফ্যাশন চেইনের ব্যবসা। পঞ্চম স্থানে আছেন দীপিকা পাডুকোন। দীপিকা বহু আন্তর্জাতিক ব্রান্ডের মডেল। তার মোট সম্পদের পরিমাণ ৪০ মিলিয়ন ডলার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।