![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/26a9433252d85829453b8f534da79094e0cf8a72b2c2c950.jpg)
ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ শো-তে সেরা ট্যালেন্টের খোঁজে সবাই। গত জানুয়ারি থেকে শুরু হয়েছে এই শো। প্রতিদিনই শো-তে থাকছে নতুন নতুন চমক। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা শো-তে এসে নিজেদের প্রতিভা প্রদর্শন করছেন।
সম্প্রতি এই শো-তে অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন গোবিন্দা এবং কারিশমা কাপুর।নব্বইয়ের দশকে বক্স অফিস কাঁপিয়ে ছিলেন জনপ্রিয় এই জুটি। তখনই পরপর ‘হিরো নম্বর ১’-এর মতো দর্শকপ্রিয় সব সিনেমা উপহার দিয়েছিলেন তারা।
সম্প্রতি, সেই ছবির ১৫ বছরের বর্ষপূর্তি উপলক্ষ্যে এই ট্যালেন্ট হান্ট শো-এ হাজির হয়েছিলেন ‘হিরো নম্বর ১’-এর নায়ক-নায়িকা। সেখানে কারিশমা বলছেন, বলিউডে পা রাখার অনেক আগে থেকেই তিনি গোবিন্দার দারুণ ভক্ত ছিলেন।
করিশমা আরও বলছেন, “ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে থেকেই মনে মনে গোবিন্দার দারুণ ভক্ত হয়ে গিয়েছিলাম আমি। আমার এখনো স্পষ্ট মনে আছে, যখন ‘খুদগাৰ্জ’ ছবিটি মুক্তি পেয়েছিল, তার পরপরই মা-বাবাকে বলেছিলাম–গোবিন্দার সঙ্গে দেখা করতে চাই। এরপর তার সঙ্গে যেদিন প্রথম দেখা হলো, উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন–ভবিষ্যতে আমি অভিনেত্রী হতে চাই কি না? জবাব দিয়েছিলাম, হয়তো একদিন হব। শোনামাত্রই উনি বলে উঠেছিলেন, ‘তুমি একদিন অভিনেত্রী হবেই।’ সেই পরিচয়ের পর থেকেই তার আশীর্বাদ প্রতিনিয়ত আমার সঙ্গী। সত্যি কথা বলতে কী, কোনোদিন ভাবিনি, একদিন গোবিন্দার সঙ্গে অভিনয় করব, গানের সুরে পা মেলাব। আমি দর্শকদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমাদের এই জুটিকে এতটা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।