করোনা আবহে বলিউডে বাজল বিয়ের সানাই। বিয়ে করেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম।
‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে শুক্রবার গাঁটছড়া বাঁধলেন ইয়ামি। টুইট করে নিজেই সুখবর দিয়েছেন অভিনেত্রী। শুক্রবার টুইটারে ইয়ামি গৌতম লিখেন, ‘পরিবারের আশীর্বাদ নিয়ে আমরা আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আপনাদের সকলের থেকে ভালোবাসা, আশীর্বাদ চাই।’ উল্লেখ্য, ‘উরি, দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ইয়ামি ও আদিত্য। এ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আদিত্য।
বিয়ের পর শুভেচ্ছায় ভাসছেন নব দম্পতি। অভিনেত্রী ভূমি পেডনেকর তাদেরকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অনেক অনেক অভিনন্দন ইয়ামি জি ও ভাইসাবককে। অবিশ্বাস্য…ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। অনেক ভালোবাসা।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।