সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক, চোখে রঙিন চশমা। শরীরে হলুদ রঙের স্টোল জড়িয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কাজল। তার সামনে বেশ কজন পাপারাজ্জি।
একজন বলেন, ‘হ্যাপি নিউ ইয়ার ম্যাম।’ কিন্তু কোনো জবাব না দিয়ে হাঁটতে থাকেন কাজল। এক পর্যায়ে তাকে চারদিক দিয়ে ঘিরে ধরেন তারা। তবু হাঁটতে থাকেন কাজল। খানিক পরে এ অভিনেত্রী বলেন, ‘সাইট প্লিজ।’
এরপর তুড়ি বাজিয়ে কাজল বলেন, ‘দূরে যাও। আরো দূরে।’ তারপর আরো দ্রুত হেঁটে গিয়ে গাড়িতে উঠে বসেন এই অভিনেত্রী। কাজলের এই আচরণ নেটিজেনদের কারো কারো পছন্দ হয়নি। অনেকেই কাজলকে ‘অহংকারী’ বলেছেন। কারো কারো মতে—এত ভয় থাকলে কেন বাড়ির বাইরে পা রেখেছেন কাজল! কেউ কেউ বলছেন,
পাপারাজ্জিদের যদি এতই অপছন্দ; তবে অন্য সময়ে কেন ক্যামেরার সামনে পোজ দেন? অন্যদিকে অনেকেই কাজলের পক্ষ নিয়ে মন্তব্য করছেন। তাদের মতে, বর্তমানে যেভাবে করোনা বাড়ছে তাতে এভাবে ভিড় করলে শুধু কাজল নন, অন্যরাও আক্রান্ত হতে পারেন। এটা কোনো বড় ইস্যুই না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।