বলিউডের তারকা সন্তান এবং জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান ছোটবেলায় নিজের তারকা মা-বাবাকে ‘খারাপ মানুষ’ ভাবতেন বলে ভারতের এক শীর্ষস্থানীয় পত্রিকা জানিয়েছে।

সারা জানান, বাবা সাইফ আলি খানের সিনেমা দেখে তাকে খারাপ মানুষ ও মা অমৃতা সিংয়ের সিনেমা দেখে মনে হয়েছিল তিনি পর্ন ছবিতে অভিনয় করেন। খবরে বলা হয়, ‘ওমকারা’ ছবিতে ‘ল্যাংড়া ত্যাগী’ চরিত্রে সাইফকে দেখে ছোট্ট সারা মনে করেছিল, তার বাবা কেবল খারাপ শব্দই ব্যবহার করেন।

অন্য দিকে ‘কলিযুগ’ ছবিতে নিজের মাকে অভিনয় করতে দেখে তার ধারণা হয়েছিল, অমৃতা পর্ন বানানোর পেশার সঙ্গে যুক্ত। কারণ সেই ছবিতে যৌন দৃশ্যের আধিক্য ছিল। ঘটনাচক্রে সেই দু’টি ছবির জন্য সাইফ এবং অমৃতা সেরা অভিনেতা-অভিনেত্রী হিসেবে মনোনীত হন। সাইফের সঙ্গে অমৃতার যখন বিচ্ছেদ হয়, সারার বয়স তখন মাত্র নয় বছর। এরপর মায়ের কাছে থেকে তার আদর্শেই ধীরে ধীরে বেড়ে ওঠেন অভিনেত্রী।