পরীমনির মুক্তির দাবিতে আজকের সমাবেশ স্থগিত ঘোষণা করেছে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’। আজ বিকাল চারটায় এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আজ একই স্থানে পরীমনির মুক্তির দাবিতে সমাবেশ করবে ‘শিল্পীর পাশে’। ‘শিল্পীর পাশে’র পক্ষ থেকে পরিচালক মোস্তফা মনন বলেন, ‘আজকের সমাবেশে পরীমনির ন্যায্য বিচারের দাবিতে মানববন্ধনে থাকবেন ঝুনা চৌধুরী, আজাদ আবুল কালাম, গিয়াসউদ্দিন সেলিম, নোমান রবিন, শহিদ উন নবী, কাজী রোকসানা রুমা, সেতু আরিফ, অপরাজিতা সঙ্গীতা, জয়িতা মহলানবিশসহ অনেক গুণী পরিচালক, শিল্পী, সাংবাদিক, পেশাজীবীও সাধারণ মানুষ।’ শাহবাগ জাদুঘরের সানেম এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাবেশ স্থগিত করেছে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’। এ প্রসঙ্গে সমাবেশের উদ্যোক্তা রবিন আহসান বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় যারা নিহত ও আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান জানিয়ে আজকের নাগরিক সমাবেশ আগামীকাল বিকেল ৪টায় শাহবাগে অনুষ্ঠিত হবে।’ পরীমনির সুবিচারের দাবিতে এর আগে গত ১৪ আগস্ট একই ইস্যুতে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করেন।
এতে অংশ নেন ট্রেড ইউনিয়ন নেতা, মানবাধিকারকর্মী, লেখক, প্রকাশক, সাংস্কৃতিককর্মীসহ নাগরিক সমাজের অনেকে। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন চিত্রনায়িকা পরীমনি। এরই মধ্যে পরীমনিকে নিয়ে দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন। জাতীয় প্রেসক্লাবে হয়েছে পরীমনির পক্ষে মানববন্ধন। সেখানে একাত্মতা প্রকাশ করেন লেখক, কলামিস্ট ও সাংবাদিক গাফ্ফার চৌধুরী।