বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী রাজ কুন্দ্রার কাছ থেকে আলাদা হয়ে যাবেন। পর্নোকাণ্ডে রাজের নাম জড়ানোর পর থেকে এমনই গুঞ্জনে মুখর ছিল বলিউড।
এবার সব জল্পনার অবসান ঘটালেন শিল্পা স্বয়ং। ১২তম বিবাহবার্ষিকীতে অভিনেত্রীর খোলা চিঠি স্বামীকে।
শিল্পা লিখলেন— এই দিনে, এই মুহূর্তে আজ থেকে ১২ বছর আগে আমরা একে অপরকে একটি কথা দিয়েছিলাম— ভালো সময়ে সঙ্গে থাকার, কঠিন সময়ে পাশে থাকার এবং ভালোবাসায় ভরসা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ঈশ্বরের প্রতি আস্থা রেখেছিলাম।
১২ বছর কেটে গেছে। আর দিন গুনছি না। শুভ বিবাহবার্ষিকী, কুকি। এ লেখার সঙ্গেই বিয়ের একাধিক ছবির কোলাজজুড়ে দিয়েছেন শিল্পা। ইনস্টাগ্রামের দেয়ালে সাজিয়ে রাখলেন তাদের আজীবন ভালোবাসার গল্প।
পর্নোকাণ্ডে জামিন পাওয়ার পর নিজেকে চার দেয়ালের ঘেরাটোপে রেখেছিলেন রাজ। দিন কয়েক আগেই জনসমক্ষে এসেছেন তিনি। সঙ্গে ছিলেন শিল্পা।
ধর্মশালার একটি মন্দিরে একসঙ্গে গিয়েছিলেন তারা। রাজের হাতে হাত রেখেই সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন শিল্পা। রঙ মিলিয়ে দুজনেই পরেছিলেন হলুদ পোশাক। বিতর্ক-সমালোচনা-কটাক্ষ সামলেই একে অপরের সঙ্গে দিনযাপন তাদের।
মনোমালিন্যের মেঘ সরিয়ে নিজেদের মতো করে খুশি রাজ-শিল্পা। সে কথাই যেন আরও একবার স্পষ্ট হয়ে গেল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।