দেশের গুণী নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী। তার নির্মিত নাটক-টেলিফিল্মের সংখ্যা প্রায় চার শত। চার মাস ধরে নির্মাণ থেকে দূরে ছিলেন চয়নিকা। সেই বিরতি ভেঙে আবারো ফিরেছেন নাটক নির্মাণে।
তার নতুন নাটকে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান ও জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও শবনম ফারিয়া।
‘স্বাতী নক্ষত্রের আলোয়’ শিরোনামের এই নাটক রচনা করেছেন ইফফাত আরেফিন মাহমুদ। গত ২৭-২৮ অক্টোবর নগরীর উত্তরা ও মিরপুর ডিওএইচএসে দৃশ্যধারণের কাজ হয়েছে। নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে চয়নিকা চৌধুরী বলেন, অনেক দিন পর কাজ করার কারণে মনে হচ্ছিল সব ভুলে যাচ্ছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।