গতকাল শনিবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ২০ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত আট দিনব্যাপী এ উৎসব চলবে। আজ উৎসবের দ্বিতীয় দিন (১৬ জানুয়ারি) দেখানো হবে চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’।
পরিচালক জানান, জাতীয় জাদুঘরের অডিটরিয়ামে বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে ‘বিশ্বসুন্দরী’।
সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পরীমনি, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, বন্যা মির্জা, আনন্দ খালেদ, খালেদ হোসেন সুজন, হীরা, সীমান্ত এবং একটি বিশেষ চরিত্রে চিত্রনায়ক আলমগীর।
বি/ সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।