অবশেষে আজ বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় অভিনেতা ফারহান আখতার ও শিবানী দান্ডেকর। ভিন্ন রীতিতে বিয়ে করছেন তারা। শপথবাক্য পাঠ করে বিয়ে হবে তাদের।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের অনুযায়ী তাদের এক ঘনিষ্টজন জানান, ওরা খুব সাধারণভাবে বিয়ে করতে চায়। তাই নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে হবে না। কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করবেন ওরা। ইতোমধ্যে শপথবাক্য লেখা হয়ে গেছে দুজনের। শপথবাক্য পাঠ করে বিয়ে হবে তাদের।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে মাত্র ৫০ জন অতিথি নিয়ে বিয়ে করছেন এই জুটি। তবে তাদের ব্যবস্থাপনায় কোনো কমতি পড়ছে না। বিবাহ অনুষ্ঠানে আত্মীয়-স্বজনরা তো থাকবেন, এছাড়াও আমন্ত্রিত রয়েছেন হৃতিক রোশন, রিয়া চক্রবর্তী, ফারহানের দীর্ঘদিনের সহকর্মী রীতেশ সিদওয়ানির মতো ব্যক্তিত্বরা। তাদের জন্য বিলাসবহুল হোটেলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে থাকবে সুইমিং পুল এবং অন্যান্য সুযোগ-সুবিধা।
বিয়েতে নতুনত্ব আনছেন ফারহান ও শিবানী। বিয়ের দিন তাই সকলকেই পরতে হবে সাদা বা প্যাস্টেলের মতো হালকা রঙের পোশাক। একই রঙে সাজবেন বর–কনে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।