সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা ঘোষণা করা হয়েছে। ‘বীর’ সিনেমায় ‘ভালোবাসার মানুষ তুমি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়ে সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন কোনাল। তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে বিষয়টি নিশ্চিত হলেও গানটি নিয়ে এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে।
সমালোচনা ও বিতর্কে বিব্রত সিনেমার প্রযোজক মোহাম্মদ ইকবাল। শাকিব খানের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন তিনি। গান বিতর্কে ইকবাল বলেন, ‘আমি মৌখিকভাবে কথা বলেছি গানটি নিয়ে। অনুপমের সাথে লিখিত কোনো ডকুমেন্ট নাই। অন্য একটি সিনেমা থেকে দুটি জনপ্রিয় লাইন এ গানে ব্যবহার করা হয়েছে।’
এই গান কীভাবে পুরস্কার পেল? এই প্রশ্ন রেখে ইকবাল বলেন, ‘আমি দেখে এসেছি যারা মৌলিক গান গেয়ে থাকেন তারা পুরস্কার পান। আমাদের গানটি সেরা শিল্পী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর থেকেই আমি বিতর্কে পড়েছি। অনেক গণমাধ্যমকর্মী আমাকে ফোন করে জানতে চাইছেন এ বিষয়ে। আমি তাদের কিছুই বলতে পারছি না। আমি বিব্রত।’
‘অবুঝ হৃদয়’ সিনেমার ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’ গানের ব্রিজলাইন নিয়ে ‘বীর’ সিনেমার জন্য নতুন করে গানটি তৈরি করা হয়েছে। গানটি লিখেছেন কবির বকুল। ভারতের সংগীত পরিচালক আকাশ সেনের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দেন ইমরান ও কোনাল। এ গানের জন্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় কোনালকে নিয়ে চলছে বিতর্ক। তবে এ বিষয়ে এখনো কোনাল কোনো মন্তব্য করেননি।
ইকবাল বলেন, ‘পুরনো দিনের সিনেমার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ট্রিবিউট ছিল গানটি। সেখানে এর নাম বদলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা দেওয়া ও পুরস্কার পাওয়ার বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। আমার দৃষ্টিতে এটি অন্যায় হয়েছে। তবে আমি এর কোনো দায় নিতে চাই না।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।