মা হতে চলেছেন পপ তারকা রিয়ান্না। তাকে নিয়ে এই গুঞ্জন অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল। এবার বেবি বাম্প সহকারে প্রকাশ্যে আসলেন এই গায়িকা।
সম্প্রতি নিউ ইয়র্কের রাস্তায় ক্যামেরাবন্দি হন রিয়ান্না ও তার প্রেমিক এসাপ রকি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া ছবিতে দেখা যায়, রিয়ান্নার পরনে গোলাপি রঙের ওভারকোট। তার শরীরে মাতৃত্বের ছাপ স্পষ্ট। বোতাম খোলা পোশাকে বেবি বাম্প বের হয়ে আছে। এছাড়া তার পরনে ব্লু ডেনিম আর বিরাট লম্বা হার। শক্ত করে প্রেমিকের হাত ধরে আছেন তিনি। অন্যদিকে, প্রেমিক তার কপালে চুমু দিচ্ছেন। তাদের ভক্তদের সুবাদে এই ছবিগুলো এখন নেটদুনিয়ায় ভাইরাল।
প্রায় এক দশক ধরে রিয়ান্না ও এসাপ রকির বন্ধুত্ব। ২০২০ সালে তাদের একসঙ্গে ডিনার ডেটে যেতে দেখা যায়। এরপর রিয়ান্নার দেশ বারবাডোসে ছুটি কাটাতে দেখা যায় এই জুটিকে। অবশেষে ২০২১ সালে তাদের সম্পর্কের বিষয়টি স্বীকার করেন রিয়ান্না।
তবে এর আগেও একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন রিয়ান্না। প্রায় দুই বছর প্রেম করার পর ২০০৯ সালে গায়ক ক্রিস ব্রাউনের সঙ্গে এই গায়িকার ব্রেকআপ হয়। এছাড়া বিভিন্ন সময় গায়ক ড্রেক, অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও, রায়ান ফিলিপস, সৌদি ব্যবসায়ী হাসান জামিলের সঙ্গে রিয়ান্নার প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে এবারই প্রথম মা হতে চলেছেন এই পপ তারকা।
কলমকথা/ সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।