আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় ছোট পর্দার অন্যতম অভিনেত্রী ও একাধারে মডেল মধুরিমা বসাক। তবে পাত্র কে এই বিষয়ে এখনো মুখ খোলেননি ছোট পর্দায় এই খলনায়িকা।

ভারতীয় বাংলা ধারাবাহিক ‘মোহর’ এবং ‘শ্রীময়ীর’ মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান মধুরিমা। পাশাপাশি তিনি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এক্স প্রেম’ সিনেমা দিয়ে সিনেমাও ডেবিউ করছেন। বিজ্ঞাপনের জগতেও মধুরিমার জনপ্রিয় মুখ।

শোনা গেছে অভিনেত্রী বিয়ে করছেন তার পছন্দের পাত্রকেই। দুই পরিবার থেকে কথাবার্তা মোটামুটি এগিয়েছে। তবে মধুরিমার বাবা সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় এখনই বিয়ের বিষয়ে মুখ খুলতে চান না তিনি।

তিনি বলেন, ‘আগামী বছরেই বিয়ের পরিকল্পনা ছিলো কিন্তু এই মুহূর্তে আমার বাবা খুব অসুস্থ তাই এখন এসব নিয়ে ভাবছিনা। ’ কিছুদিনের মধ্যেই নতুন একটি ধারাবাহিকে দেখা যাবে মধুরিমাকে।