ভারতের তেলেগু সিনেমার ‘আইকনিক স্টার’খ্যাত তারকা আল্লু অর্জুনের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ গত ১৭ ডিসেম্বর মুক্তি পায়। আর এ সিনেমার একটি দৃশ্য বাদ দেওয়া হয়েছে। আর বাদপড়া দৃশ্যটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আল্লুর ২ মিনিট ৪ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে দেখা যায়, ঘরে ঘুমিয়ে আছেন আল্লু অর্জুন।
বাইরে টাকার জন্য দাদন ব্যবসায়ী কথা বলছে। এক পর্যায়ে আল্লু অর্জুনের মাকে গালিগালাজ করে ওই দাদন ব্যবসায়ী। এরপর আল্লু অর্জুন দাদন ব্যবসায়ীকে টাকা ফেরত দেয়, পাশাপাশি ঋণ পরিশোধের ক্লিয়ারেন্স চায়। কিন্তু দাদন ব্যবসায়ী তা দিতে অস্বীকৃতি জানায়। এরপর ওই দাদন ব্যবসায়ীকে মারধর করেন আল্লু অর্জুন।
সম্পাদনার সময় এই দৃশ্যটি বাদ দেওয়া হয়। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান বাদপড়া দৃশ্যটি প্রকাশের পর অন্তর্জালে তা এখন ভাইরাল। কারণ এই দৃশ্যটির সঙ্গে মানুষ নিজেকে সম্পৃক্ত করেছেন। যা প্রশংসা কুড়াচ্ছে। ‘সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।