সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার হন তারকারা। তাদের ছবিতে নানা রকম অশ্লীল মন্তব্য দেখা যায়। পরীমনি, আশনা হাবিব ভাবনা, শবনম ফারিয়াসহ অনেক অভিনেত্রী সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে একাধিকবার প্রতিবাদ করেছেন ভাবনা। এবার মুখ খুললেন শবনম ফারিয়া। শবনম ফারিয়া ফেইসবুক পেইজে এক স্ট্যাটাসে লিখেছেন: ‘কারো ছবিতে কোনো কারণ ছাড়া কুৎসিত কমেন্ট করে কী ধরনের আরাম অনুভব করতে পারে একটা মানুষ?
কমেন্ট সেকশনে মাঝে মাঝে কিছু অশ্লীল ছবি দেখি- এসব তো বিকৃত মানসিকতার লক্ষণ! আপনার যদি মনে হয় কাউকে ছোট করে, অপমান করে কিংবা কষ্ট দিয়ে আপনার ভালো লাগছে তাহলে বুঝতে হবে আপনার মানসিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক নেই! কারো সঙ্গে মজা করা আর কাউকে ছোট করা এক জিনিস নয়। মনগড়া কিছু লিখে কাউকে ছোট করার মধ্যে কোনো বীরত্ব নেই।’ বিভিন্ন সময় সাইবার বুলিংয়ের শিকার হওয়ার পর পরীমনি ফেইসবুকের কমেন্টস অপশন বন্ধ করে রেখেছেন। ভাবনাও সম্প্রতি ফেইসবুকে ছবি প্রকাশ করে ট্রলের শিকার হয়েছেন। তারা তিনজনই বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী। এদিকে পরীমনি শুধু চলচ্চিত্রে অভিনয় করলেও শবনম ফারিয়া ও ভাবনা নাটক-সিনেমা দুই অঙ্গনে কাজ করছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।