বৃহস্পতিবার মাদককাণ্ডে অভিনেত্রী অনন্য পান্ডেকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবি।
এ দিন ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এনসিবির দফতর থেকে বেরিয়ে আসেন এই তরুণ অভিনেত্রী। মাদকের মামলায় গ্রেপ্তার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে হোয়াটস অ্যাপে বার্তা চালাচালির জেরে বৃহস্পতিবার দুপুরে অনন্যার বাড়িতে তল্লাশির পর তাকে এনসিবি তলব করে।
জিজ্ঞাসাবাদের সময় অনন্যা ছাড়া আর কাউকেই অফিসের ভেতর ঢোকার অনুমতি দেয়নি এনসিবি। তবে এই জিজ্ঞাসাবাদের সময় এনসিবির অফিসে আলাদা ঘরে বসেছিলেন চাঙ্কি পাণ্ডে। এর জেরেই শুক্রবার সকাল ১১টায় আবার অনন্যাকে তলব করেছে এনসিবি।
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় অনন্যার। এরপর হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। উঠতি নায়িকা হিসেবে পরিচিত বলিউডে। তারকাসন্তান হিসেবে অনন্যা ও আরিয়ানদের একসঙ্গে দেখা গেছে।
গত ২ অক্টোবর মুম্বাই উপকূলে কর্ডেলিয়া নামে একটি প্রমোদতরীতে নৈশ পার্টিতে অভিযান চালিয়ে আরিয়ান খানসহ আটজনকে গ্রেপ্তার করে এনসিবি। জব্দ করা হয় বিভিন্ন ধরনের মাদক।
সূত্র: এনডিটিভি
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।