‘মানুষ হিসেবে আমি অত খারাপ না, কাছে আসলে বুঝতে পারবেন। দূর থেকে কাশবন ঘন মনে হয়।’ নবনির্বাচিত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ মন্তব্য করেছেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন তিনি। নির্বাচনে জায়েদ খানের সঙ্গে সভাপতিপ্রার্থী ছিলেন মিশা সওদাগর। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তিনি ভোট যুদ্ধে হেরে গেছেন। যে কারণে মিশা সওদাগরকে মিস করবেন বলেও জানিয়েছেন নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক।
জায়েদ খান বলেন, ‘সবাই ভালোবাসা দেবেন। ফেইসবুক, ইউটিউবে গুজব দেখে বিশ্বাস করবেন না। মানুষ হিসেবে কিন্তু আমি অত খারাপ না। মিশলে, কাছে আসলে বুঝতে পারবেন।’
এবারের নির্বাচনকে ‘জীবনের সবচেয়ে কঠিন নির্বাচন’ উল্লেখ করে জায়েদ খান বলেন, ‘নির্বাচনটা অনেক কঠিন ছিল আমার জন্য। কিছুদিন আগে আমার মা মারা গেছেন। তাছাড়া অনেক বেশি ষড়যন্ত্র, ব্যক্তিগত আক্রমণ হয়েছে আমাকে কেন্দ্র করে। এ কারণে এবারের নির্বাচন আমাকে ব্যথিত ও মর্মাহত করেছে। আমাকে টেনে নামানোর চেষ্টা করা হয়েছে, হেয় করার চেষ্টা করা হয়েছে।’
তবে এগুলো আর মনে রাখবেন না তিনি। ‘নির্বাচিত হয়েছি সবার দোয়া ও শিল্পীদের ভালোবাসায়।’ বলেছেন হ্যাট্রিক জয়ী এই নায়ক। যাদের কারণে নির্বাচিত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।