সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে আবার বিয়ে করলেন ঢালিউড তারকা মাহিয়া মাহি। আজ সোমবার রাত ১২টা ৫ মিনিটে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব। ফেসবুকে একটি পোস্টে এসব তথ্য জানিয়ে সবার দোয়া চেয়েছেন মাহি। মাহির এই বিয়ের পরে বেশ আলোচনা সমালোচনা চলতে থাকে।
এমনকি রাকিব পূর্বের স্ত্রীকে কেন ছেড়ে এলেন এ নিয়ে সমালোচনার তীরে বিদ্ধ হতে থাকেন। সে সময় রাকিব কোনো কথাই বলেননি, বলেননি মাহিও। বিয়ের ঘোষণার দেড় মাস পর রাকিব মুখ খুলেছেন।
জানালেন তারা পরকীয়া করেননি, আলোচনা করেই এই সম্পর্কে আবদ্ধ হয়েছেন। পূর্বের সংসার অনেক চেষ্টা করে টিকিয়ে রাখতে পারেননি জানিয়ে রাখিব সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভংগুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।