ফুল, মালা, বাপ্পি লাহিড়ীর ছবি দিয়ে সাজানো একটি ট্রাকে ফুলের চাদরে সাজানো শিল্পীর দেহ নিয়ে ভিলে পার্লের পবনহংস শ্মশানের উদ্দেশে রওনা হয়। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়।

সেই ট্রাকের পাশে উপচে পড়া ভিড়। পুলিশের কড়া নিরাপত্তায় শ্মশানে নিয়ে যাওয়া হয় বাপ্পি লাহেড়ীকে। এদিকে, সেখানে দেখা যায়নি মিঠুন চক্রবর্তীকে। বাপ্পি লাহিড়ীকে শেষ বিদায় জানাতে যাননি বলিউডের ‘ডিস্কো কিং’।

নিয়ে সমালোচনা শুরুর আগেই কারণ জানিয়েছেন মিঠুন। জানালেন, প্রিয় ‘বাপিদা’র নিথর দেহ দেখার মতো অবস্থায় ছিলেন না তিনি। বাপ্পি লাহিড়ীকে হাসিমুখ ছাড়া আর কোনো রূপে কল্পনাই করতে পারেন না তিনি। তাই শেষকৃত্যের দিনে হাজির হননি।

 

কলমকথা/সাথী