দেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলা। গত বছর করোনা মহামারি উপেক্ষা করেও দুই বাংলায় একেরপর এক নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। ২০২১ সালের ধারাবাহিকতা ২০২২ সালেও ধরে রাখতে চান এই অভিনেত্রী।
২০২২ নিয়ে নিজের কিছু প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। মিথিলা বলেন, এ বছর আমি প্রথমত, প্যান্ডেমিকের মধ্যে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চাই। দ্বিতীয়ত, দুই বাংলায় অল্প কিছু ভালো কাজ করতে চাই। এই অভিনেত্রী আরও বলেন, এ বছরও আমি নানান সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকব।
অলরেডি অভ্যন্তরীণ ভায়েলেন্স নিয়ে প্রচারণায় যুক্ত আছি মেটা (ফেসবুক) ও বিহ্নিশিখার সঙ্গে। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করব। নিজের পিএইচডি ওয়ার্কও শুরু করবেন বলে জানান মিথিলা। এছাড়া চলতি বছর নিজের কর্ম প্রতিষ্ঠান ব্র্যাকের হয়ে আফ্রিকার বিভিন্ন দেশে শিশু বিকাশ এবং অধিকার নিয়ে আরও বড় পরিসরে কাজ করবেন এই অভিনেত্রী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।