পাঞ্জাবি-পাজামা পরা সাদা চুল-দাড়িতে এক বৃদ্ধ ব্যস্ত রাস্তা পার হচ্ছেন এমন সবাইকে ধরে বোঝাচ্ছেন যেন দুর্ঘটনা এড়াতে তারা ফুটওভার ব্রিজ ব্যবহার করেন। বৃদ্ধের অনুরোধে সাড়া দিচ্ছেন কেউ কেউ,
কথা না শুনে চলেও যাচ্ছেন অনেকেই। কিন্তু নাছোড়বান্দা বৃদ্ধ হতাশ না হয়ে আন্তরিকভাবে সবাইকে বলছেন, দ্যাখেন ওভার ব্রিজ ব্যবহার করলে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারি আমরা।
সম্প্রতি রাজধানীর রাস্তায় বৃদ্ধবেশে যাঁকে দেখা গেল, তিনি আর কেউ নন মীর সাব্বির। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে মীর সাব্বির পরিচালিত ছবি ‘রাত জাগা ফুল’। ছবিটির প্রচারণার জন্য এমন ভিন্ন উপায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।